Wellcome to National Portal
  • Bannar2
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০২৪

২য় চলচ্চিত্র ও টেলিভিশনে সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’র সমাপন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-05-23

আজ ২য় চলচ্চিত্র ও টেলিভিশনে সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’র সমাপন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ আয়োজনে বিসিটিআই-এর প্রধান নির্বাহী ফায়জুল হক  সভাপতিত্ব করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করা ১৮ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। বিসিটিআই-এর পরিচালক জনাব মোঃ জাহিদুল ইসলাম,  মুখ্য প্রশিক্ষক গাজী  রাকায়েত, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোকছেদ হোসেন, সহকারী পরিচালক জনাব অজিত কুমার নাথ উপস্থিত ছিলেন। উপপরিচালক জনাব শাহিদা সুলতানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

2024-05-23-11-47-6bc7f21c23f852c1a13158934cabeb72 2024-05-23-11-48-8a0b033912210318052ff0bf8fdef295 2024-05-23-11-50-7ed83929bdcf90aca82310d1424920db